আমার প্রিয় রব আমি সত্যিই খুব ভেঙে পড়েছি ভেঙে ভেঙে কেমন যেন এক এলোমেলো অস্থিরতা, জীবনটা আর আগের মতো চলতে পারছে না। সব কিছু কেমন যেন অন্ধকার, দিশেহারা, নিঃস্ব। হাসি মুখে লুকিয়ে রেখেছি এক সমুদ্র কষ্ট, কারো কিছু বলি না, কারণ সবাই ব্যস্ত নিজের মতো। তবে আপনি জানেন, আমার ভাঙা মনের প্রতিটা আওয়াজ, আপনি জানেন, আমি কতটা অসহায়। হে আল্লাহ! আমি আর পারছি না, এই ভাঙা মন, এই ক্লান্ত চোখ, সব কিছুর ভার যেন বুক চেপে ধরে আছে। আপনার দয়া ছাড়া আমার আর কিছুই নেই। আমাকে ধৈর্য ধরার তৌফিক দিন, এই কষ্টগুলো সহ্য করার শক্তি দিন, আপনার ফয়সালায় রাজি থাকার হিম্মত দিন। আর কখনো যেন আমাকে একা না করেন, আপনি ছাড়া কেউই বুঝে না আমার নীরব কান্না,