Replying to @Your Sanjana💗✨ “Alhamdulillah, my sister has done really well in her SSC exams. We are very happy and proud of her. Please keep her in your prayers so she can keep doing well in the future.”🤲💗
“আজ থেকে আমার নতুন যাত্রা শুরু — TRH ব্র্যান্ডের নতুন মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি ভীষণ আনন্দিত! TRH-এর সঙ্গে এই যাত্রা আমার জন্য এক নতুন অধ্যায়ের শুরু। সবাই দোয়া করো ❤️✨ ##NewBeginnings##TRHxMe#fyp #fyppppppppppppppppppppppp #foryou
চারপাশে এখন পাশ-ফেলের অনেক গল্প শুনি… আর ঠিক এই সময়টাই আমাকে নিয়ে গিয়েছে আমার ছোটবেলার কিছু মধুর-কঠিন স্মৃতিতে। যখন আমি পিএসসি দেই, মনে আছে পরীক্ষার আগেই পড়ালেখা ঠিকমতো না করায় আম্মুর হাতে সেই বিখ্যাত মার খেয়েছিলাম। তখন তো ছোট ছিলাম, ভেবেছিলাম খুব অন্যায় হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ফলাফল এলে দেখি A+! 💫 এরপর জেএসসি… আবার সেই ইতিহাস। মডেল টেস্ট খারাপ হওয়ায় আম্মুর বকা আর এক-আধটা চড় খেয়ে নিয়েছিলাম।🤧 শেষে আলহামদুলিল্লাহ, JSC-তে A grade পেয়েছিলাম। এসএসসি’র সময় তো আম্মু আরো বেশি স্ট্রিক্ট – “ভালো করতে হবে, না হলে চলবে না।” ভেবেছিলাম এবার হয়তো মার একটু কম খাওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু না! 😅 আবারও বকা, কড়া শাসন, রাত জেগে পড়ার চাপ – সবই চলছিল। আর শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ SSC-তেও A grade পেয়েছিলাম, এবং একটা ভালো কলেজে ভর্তি হতে পেরেছিলাম। কিন্তু তারপর, যখন আমি ইন্টারমিডিয়েট (HSC) দিচ্ছিলাম – দেখি আম্মু আর আগের মতো বকা দেন না, না মারেন, না খুব চাপ দেন। সত্যি বলতে, এতে খুশি হওয়ার কথা…🥺 কিন্তু জানি না কেন, আমি খুশি হতে পারছিলাম না।💔 মনে হচ্ছিল, আগের সেই “আম্মুর strictness” টা মিস করছি। আর ঠিক তখনই মনের ভেতর একটা প্রতিজ্ঞা করলাম – “এবার আমি A+ পেয়ে আম্মুকে সারপ্রাইজ দেবো।” আর সেই কথার মানও রাখলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। আমি A+ পেয়েছি, যেদিন আমার এইচএসসি রেজাল্ট প্রকাশ পেল, সেদিন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি… চোখের পানি থামছিল না। কারণ আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম, আম্মুকে এই ছোট্ট সাফল্যটা উপহার দিতে আর আমার আব্বু-আম্মু দুজনেই অনেক খুশি হয়েছিলেন।💗 আজ আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আর আজকের এই জায়গায় পৌঁছাতে পেরেছি, শুধুমাত্র আমার স্ট্রিক্ট, কেয়ারিং, আর অসম্ভব ভালোবাসায় ভরা আম্মুর জন্য।❣️ অনেকে বলে, অতিরিক্ত কড়া অভিভাবক ভালো না… কিন্তু আমার মনে হয়, আমার জীবনের সবচেয়ে বড় রহমত আমার সেই “স্ট্রিক্ট আম্মু”। কারণ আজ আমি যা কিছু হয়েছি, তার মূল নায়ক আমার মা – আমার স্পষ্ট মনে আছে যতবার আমি রাত জেগে পড়েছি , আম্মু সারারাত আমার পাশেই বসে ছিলেন 😢😢 আমি আজীবন আমার সেই কড়া-শাসনের মাঝেও অগাধ ভালোবাসা থাকা আম্মুকে ভালোবাসবো। আমি আমার আম্মুর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো।❤️❤️❤️ #ashahossain #fyp #fyppppppppppppppppppppppp